বাণিজ্যিক এলাকার ব্যাংক খোলা

ঈদে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর এবং বড় বড় শপিং মল ও তৈরি পোশাক শিল্প কারখানা সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 07:59 AM
Updated : 24 June 2017, 07:59 AM

সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ঢাকার মতিঝিলে তাদের প্রিন্সিপাল ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ, উত্তরা ও নিউ মার্কেট ব্রাঞ্চ খোলা রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেনে চলবে; তবে ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত।

ঢাকায় ইস্টার্ন ব্যাংকের গুলশান, উত্তরা ও মিরপুর শাখা খোলা রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদেশি ব্যাংকগুলোর মধ্যে এইচএসবিসি ব্যাংকও ঢাকায় তাদের উত্তরা শাখা খোলা রেখেছে।

এছাড়া রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোও তাদের সংশ্লিষ্ট শাখায় লেনদেন চালু রেখেছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট এলাকায় ২৩ ও ২৪ জুন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সেইসঙ্গে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে এদিন ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট শাখাও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।