রেমিটেন্সের টাকা তুলতে শনিবার ব্যাংক খোলা

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা তুলতে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 11:30 AM
Updated : 21 June 2017, 11:30 AM

বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখা এবং ঈদের আগে প্রবাসীদের পাঠানো অর্থ বিতরণের উদ্দেশ্যে ২৪ জুন শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে।

এতে রেমিটেন্স সুবিধাভোগী গ্রাহকের সংখ্যা ও রেমিটেন্সের পরিমাণের ভিত্তিতে ব্যাংকগুলোর বিবেচনায় যত সংখ্যক শাখা খোলা থাকবে তাতে শুধুমাত্র নগদ অর্থ জমা ও উত্তোলন এবং রেমিটেন্স বিতরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধোর্থে শনিবার রাজধানীর ঢাকা ও আশাপাশ এলাকা এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে গার্মেন্টস শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা খোলা রাখারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।