কক্সবাজারে ‘মোরা’ দুর্গতদের মাঝে আইএফসি’র ত্রাণ

কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 11:22 AM
Updated : 21 June 2017, 02:29 PM

আইএফসির ‘সেন্ড এ লাইট হোম’ উদ্যোগের আওতায়ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ‘সোলার লাইট’ বিতরণ করা হয় বলে মঙ্গলবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্গত পরিবারগুলোকে  ৪ কেজি করে চিড়া, ২ কেজি চাল, ১ কেজি গুড় এবং ১০ টি করে খাবার স্যালাইনও দেওয়া হয়।

ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে সহায়তা করে প্রজেক্ট কম্বল, ফাইন্ডিং বাংলাদেশ এবং প্রচেষ্টা ফাউন্ডেশন।

উন্নত প্রযুক্তিতে তৈরি বহনযোগ্য ও পানি নিরোধক সোলার লাইট বিনা খরচে পাঁচ বছর চলবে, যাতে একটি পরিবারের বছরে কেরোসিন তেল বাবদ খরচের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাঁচবে।

‘সেন্ড এ লাইট হোম’ আইএফসির লাইটিং এশিয়া বাংলাদেশ প্রোগ্রামের একটি সামাজিক উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকে যে কেউ এরকম উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।

গত ২৯ মে উপকূলে ঘূর্ণিঝড় মোরা’র অঘাতে কক্সবাজার জেলায় কমপক্ষে ৫২ হাজার ৫৩৯টি ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘূর্ণিঝড় কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় অসংখ্য গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি গাছচাপায় চারজন এবং সাগর থেকে ফেরার সময় পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়।