প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের অনুদান

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 07:55 AM
Updated : 12 June 2017, 11:18 AM

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে এই অনুদানের চেক শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম জানান, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের পক্ষ থেকে সরকার প্রধানের ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান আশরাফুল মকবুল ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুম ৫০ লাখ, অগ্রণী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল ইসলাম  এক কোটি টাকা এবং রূপালী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক মনজুর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ৫০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।