ঈদে বিমানের টিকেটে ছাড়

ঈদুল ফিতর উপলক্ষে দেশের অভ্যন্তরীণ কয়েকটি পথে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 05:31 PM
Updated : 11 June 2017, 05:31 PM

আগামী ১৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হ্রাসকৃত মূল্য প্রযোজ্য হবে বলে রোববার রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ঈদের আগে ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রাজশহী-ঢাকা, সৈয়দপুর-ঢাকা, যশোর-ঢাকা, বরিশাল-ঢাকা এবং সিলেট-ঢাকা পথে সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-ঢাকা পথে সর্বনিম্ন ভাড়া নেওয়া হবে দুই হাজার পাঁচশ টাকা।

আবার ঈদের পর ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-সিলেট পথে সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া হবে দুই হাজার টাকা। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম পথে চলতে ভাড়া গুণতে হবে সর্বনিম্ন দুই হাজার পাঁচশ টাকা।

এদিকে ঈদে বাড়তি যাত্রী চাহিদা বিবেচনা করে আগামী ২৩ জুন ঢাকা-সৈয়দপুর পথে একটি এবং ২৪ জুন ঢাকা-যশোর পথে একটি অতিরিক্ত ফ্লাইট চালাবে বিমান।