টেলিনরের উদ্ভাবনে সেরা তিনে গ্রামীণফোনের ২ দল

বিশেষ উদ্ভাবনী ধারণার জন্য টেলিনরের অভ্যন্তরীণ কর্মসূচির আওতায় এক প্রতিযোগিতায় সেরা তিনে জায়গা করে নিয়েছে অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোনের দুটি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 03:34 PM
Updated : 10 June 2017, 03:34 PM

ঈগলআই ও লিকুইডআই নামে দুটি উদ্ভাবনী দল এই সাফল্য পেয়েছে শনিবার গ্রামীনফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘ঈগলআই’ গাড়ির জ্বালানি পর্যবেক্ষেণে আইওটিভিত্তিক ব্যবস্থা ও ‘লিকুইডআই’ মোবাইল আর্থিক সেবায় নিয়োজিত কর্মীদের জন্য তাৎক্ষণিক লিকুইডিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে বলে এতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের ভেতর উদ্ভাবন প্রবণতাকে উৎসাহিত করতে টেলিনরের পক্ষ থেকে ইগনাইট ইনকিউবেটর কর্মসূচির আওতায় প্রয়োজনীয় তহবিল দেওয়া হবে।

কর্মসূচিতে জমা পড়া ১৫০টি ধারণা থেকে সেরা ১০টি ধারণা বাছাই করে গবেষণা ও পরিক্ষা-নীরিক্ষার জন্য তিন মাসের বুট ক্যাম্প শেষে এই ফল ঘোষণা করা হয়।

সেরা তিনের অপর দলটি হল বুলগেরিয়ার সিগন্যাল; দূর থেকে স্মার্টফোন ব্যক্তিগত করণ ও বয়স্কদের সহায়তা করার  ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা।