হাওরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল শাহজালাল ব্যাংক

সুনামগঞ্জের হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 01:24 PM
Updated : 22 May 2017, 01:24 PM

শুক্রবার জেলার দিরাই-শাল্লা এলাকার ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে বেসরকারি এ ব্যাংকটি ত্রাণ বিতরণ করে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিরাই পৌরসভার বালুর মাঠে এক হাজার ছয়শ এবং ভাটিপাড়া ইউনিয়নের শাহ্জালাল বাজারে চারশ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন।

প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি লবণ এবং এক লিটার করে তেল দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকটির মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান মোহাম্মদ নাজিমউদ্দৌলা, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন শাখার প্রধান সামছুদ্দোহা সিমু এবং সিলেট শাখার ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুবসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

গত মাসের শুরুতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ছয় জেলায় মোট দুই লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আট লাখ ৫০ হাজার ৮৮।