নতুন নেতৃত্বের হাতে এফবিসিসিআই

সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 12:44 PM
Updated : 21 May 2017, 03:35 PM

রোববার বিকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশেন ভবনে সদ্য সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন পর্ষদ।

পরে নতুন সভাপতি মহিউদ্দিন বলেন, “ব্যবসায়ী শ্রেণির মান সম্মান মর্যাদা সমুন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পিছিয়ে পড়া ব্যবসায়ী সংগঠনগুলোকে ফেডারেশনের অন্তর্ভুক্ত করব। যেসব ক্যাটাগরিতে তারা পিছিয়ে সেগুলো দূর করতে প্রয়োজনে প্রশিক্ষণ দেব।

“এসএমই সেক্টরের জন্য অনেক কিছু করার আছে। সঠিক জ্ঞান ও গবেষণালব্ধ তথ্যের অভাবে ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প এগোতে পারছে না। ফেডারেশনের পক্ষ থেকে আমরা এসব সহযোগিতা দেব।”

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাতলুব বলেন, “ফেডারেশনের সদস্যদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার কোনো দুঃখবোধ নাই। আশা করছি, নতুন-পুরনোদের মিলে বর্তমান পর্ষদ ভালভাবেই কাজ এগিয়ে নেবে।”

পুরনোদের মধ্যে ৬৭ শতাংশ নতুন পর্ষদে রয়েছে বলে জানান তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।

এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মোনতাকিম আশরাফকে পরিচয় করিয়ে দেন তিনি।