ঢাকা-দোহা রুটে রিজেন্টের যাত্রা শুরু

ঢাকা-দোহা রুটে ফ্লাইট শুরু করেছে বিমান পরিবহন কোম্পানি রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 03:36 PM
Updated : 20 May 2017, 03:36 PM

শুক্রবার রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে রিজেন্ট এয়ারের ঢাকা-দোহা-ঢাকা পথের প্রথম ফ্লাইটটি যাত্রা শুরু করে।

রিজেন্ট এয়ারওয়েজের হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন কাতারের দোহা রুটে চলাচল করবে রিজেন্টের যাত্রীবাহী বিমান।

রিজেন্ট এয়ারওয়েজের বহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি এ রুটে চলাচল করবে। উড়োজাহাজটিতে মোট আটটি বিজনেস এবং ১৫৯টি ইকোনমি শ্রেণির আসন আছে। 

এ নিয়ে সাতটি আন্তর্জাতিক রুটে চলাচল করছে রিজেন্টের ফ্লাইট।

শুক্রবার রাতের উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, সিইও লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম ফজলে আকবর, উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা-সিসিও আকতার ইউ আহমেদ।

গত বছরের এপ্রিলে ওমানের রাজধানী মাসকাট রুটে চলাচলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রথম যাত্রা শুরু করে রিজেন্ট।

শুক্রবার দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রিজেন্টের বিমানটি পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের করসহ ঢাকা-দোহা রুটের সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়েতে ২৩ হাজার ৮৫৮ টাকা (৭০০ কাতারি রিয়াল) এবং রির্টান ৪০ হাজার ৫৯৬ টাকা (এক হাজার ১৫১ কাতারি রিয়াল)।

এছাড়া প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দোহা থেকে আসার সময় ৪০ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন।

রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমাণ্ডুএবং মাসকাট আন্তর্জাতিক পথে এবং চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ পথে চলাচল করছে।

রিজেন্টের বহরে আছে চারটি বোয়িং এবং দুটি ড্যাশ উড়োজাহাজ।