গ্রামীণফোনের নতুন সংযোগে থাকছে না পুরনো ‘অফার’

দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রি-পেইড সংযোগের পুরনো ১১টি অফার নতুন গ্রাহকরা পাবেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 02:45 PM
Updated : 19 May 2017, 02:45 PM

শুক্রবার জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে গ্রামীণফোন জানিয়েছে, আগামী ২২ মে মধ্যরাত থেকে গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিত), ডিজুস, একতা ১, ৩, বিজনেস সল্যুশনস ১, ৩, ৪ (সফল) ও ৫, বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন এবং ভিলেজ ফোনের অফারগুলো গ্রামীণফোনের নতুন প্রিপেইড সংযোগে থাকছে না।

তবে কী কারণে এ সিদ্ধান্ত, তার কোনো ব্যাখ্যা ওই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামীণফোনের বর্তমান প্রিপেইড গ্রাহকদের সকল অফার আগের মতই থাকবে। আগামী ২৩ মে থেকে যেসব নতুন সংযোগ বিক্রি হবে, তাতে পুরনো অফার প্রযোজ্য হবে না।”

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহকের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ গ্রামীণফোন ব্যবহার করেন।