প্রধানমন্ত্রীর কাছে চার ব্যাংকের অনুদান হস্তান্তর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও সূচনা ফাউন্ডেশনসহ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে মোট ১৭ কোটি টাকা অনুদান দিয়েছে চারটি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 04:47 PM
Updated : 16 May 2017, 04:47 PM

গত ১৫ মে গণভবনের এক অনুষ্ঠানে আলাদাভাবে প্রাইম ব্যাংক পাঁচ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চার কোটি, শাহ্জালাল ইসলামী ব্যাংক চার কোটি এবং ইস্টার্ন ব্যাংক-ইবিএল চার কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়।

প্রাইম ব্যাংকের পক্ষে চেয়ারম্যান আজম জে চৌধুরী, ইউসিবির পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান রুকমীলা জামান এবং ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন বলে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এ দুই ব্যাংক।

ইবিএলের পক্ষ থেকে অনুদান

অন্যদিকে শাহজালাল ইসলামী ব্যাংক ও ইবিএলের দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান এবং ইবিএলের পক্ষে চেয়ারম্যান এম গাজিউল হক ও পরিচালক মীর নাসির হোসেন অনুদানে চেক তুলে দেন।

চার ব্যাংকই তাদের সামাজিক দায়বদ্ধতা-সিএসআর কর্মসূচির অংশ হিসেবে তহবিলগুলোতে এই অর্থ তুলে দেয় বলে তাদের সংবআদ বিজ্ঞপ্তিতে বলা হয়।