যাত্রা শুরু করেছে ‘লংকাবাংলা নিশ্চিন্ত’

‘লংকাবাংলা নিশ্চিন্ত’ নামে একটি মাসিক বিনিয়োগ প্রকল্প চালু করেছে মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 06:09 PM
Updated : 15 May 2017, 06:28 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী কেন্দ্রে অতিথি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এক আয়োজনের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতি মাসে অন্তত তিন হাজার টাকা দিয়ে শুরু করে তিন, পাঁচ এবং ১০ বছরের জন্য এই বিনিয়োগ করা যাবে।  

লংকাবাংলার পুঁজিবাজার কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী নতুন এ প্রকল্পের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “লংকাবাংলা নিশ্চিন্ত প্যাকেজ গ্রহণকারী বিনিয়োগকারীরা প্রতিমাসে কমপক্ষে তিন হাজার টাকা এখানে জমা রাখতে পারবেন, যেটিকে একটি পদ্ধতির আওতায় পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।

“প্রচলিত আইনের ভিত্তিতে নির্ধারিত হারে কর রেয়াতের সুবিধা পাবেন একজন গ্রাহক।”

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার জানান, “বিনিয়োগ চাহিদার ক্ষেত্রে এক উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে লংকাবাংলা নিশ্চিন্ত প্রকল্প। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে এ প্রকল্প দিয়ে পুঁজিবাজার থেকে উচ্চ মুনাফা আদায় করতে পারবেন বিনিয়োগকারীরা।”

এ ক্ষেত্রে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ১ শতাংশ ব্যবস্থাপনা বাবদ খরচ কেটে নেবে এবং ১২ শতাংশর বেশি মুনাফা হলে ৫০ শতাংশ মুনাফা কেটে নেবে ।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের মালিকানাধীন একটি সহযোগী কোম্পানি লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।