টেলিনর হেলথের সঙ্গে ব্র্যাক ব্যাংকের সমঝোতা

ব্র্যাক ব্যাংক লিমিটেড ‘তারা’ ঋণগ্রহীতাদের বিশেষ চিকিৎসা সুবিধা দিতে টেলিনর হেলথের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 01:35 PM
Updated : 15 May 2017, 01:35 PM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ ঋণগ্রহীতা এবং ‘তারা’ প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডহোল্ডাররা টেলিনরের হেলথের টনিক প্যাকেজ, হেলথ কেয়ার সার্ভিস এবং টনিক অ্যাডভান্সড প্যাকেজের সব সুবিধা ১২ মাসের ফ্রি সাবস্ক্রিপশনসহ উপভোগ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা বিভিন্ন হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ কভারেজ উপভোগ করবেন, দেশজুড়ে যে কোনো সময়ে যে কোনো স্থানে ২ হাজারের বেশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা পাবেন।

এছাড়া টনিক ডাক্তারদের কাছ থেকে প্রতি মাসে ফ্রি ৩০ মিনিট কনসালটেশন সার্ভিস, ২৪ ঘণ্টা পর্যন্ত একটি ফ্রি চ্যাট সেশন এবং ১২ মাসের জন্য বিনামূল্যে টনিক অ্যাডভান্সড প্যাকেজের অন্যান্য সুবিধাগুলো গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতার স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান, চিফ অপারেশনস অ্যান্ড পারফরম্যান্স অফিসার অ্যান্ড্রু স্মিথ, চিফ কর্মাশিয়াল অফিসার ম্যাথিউ গিলফোর্ড, হেড অফ পার্টনারশিপস আহমেদ তুহিন রেজা, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, এসএমই ব্যাকিং ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আব্দুল মোমেন, কমিউনিকেশনস ডিভিশনের প্রধান জারা জাবীন মাহবুব, ইমার্জিং বিজনেসের প্রধান ইন্দ্রজিৎ সুর, উইমেন্স ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা।