এনার্জি রেটিংয়ে ফাইভ স্টার ওয়ালটন ফ্রিজের

বিএসটিআই নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে উচ্চ গুণগতমানের বিদ্যুৎসাশ্রয়ী ফ্রিজ তৈরি করায় ‘ফাইভ স্টার এনার্জি রেটিং’ পেয়েছে ওয়ালটন ফ্রিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 03:29 PM
Updated : 14 May 2017, 03:29 PM

বাংলাদেশে একমাত্র ওয়ালটন ফ্রিজই বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশিয় ও আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণকারী সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুসরণ করায় এপ্রিল মাসে বিএসটিআইয়ের কাছ থেকে এ সনদ পায় ওয়ালটন।

কোনো ইলেকট্রনিক পণ্য কতটুকু বিদ্যুৎসাশ্রয়ী তা প্রমাণের জন্য সেই পণ্যের স্টার রেটিং করা হয়। এক্ষেত্রে ১ থেকে ৫ পর্যন্ত স্টার রেটিং করে থাকে বিএসটিআই। যে পণ্যের স্টার রেটিং যত বেশি, সেই পণ্য তত বেশি বিদ্যুৎসাশ্রয়ী।

ওয়ালটন জানায়, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই মান নিয়ন্ত্রণকারী সংস্থা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ফ্রিজ, এসির মতো ইলেকট্রনিক পণ্যের স্টার রেটিং হয়ে থাকে।

বাংলাদেশে ২০১২ সাল থেকে ‘বিডিএস ১৮৫০:২০১২’ মানদণ্ড অনুযায়ী হাউজহোল্ড রেফ্রিজারেটরের এনার্জি রেটিং সনদ দিচ্ছে বিএসটিআই। ফ্রিজের ক্ষেত্রে এখন পর্যন্ত ওয়ালটনই সর্বোচ্চ এনার্জি রেটিং সনদ পেয়েছে।