চট্টগ্রামে রবির ৭৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ৭৬তম বোর্ড সভা সম্প্রতি চট্টগ্রামের এক  হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 12:53 PM
Updated : 14 May 2017, 12:53 PM

রবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিনব্যাপী সভায় রবি বোর্ডের চেয়ারম্যান তান শ্রি ঘাজ্জালি শেখ আবদুল খালিদ, আজিয়াটা গ্রুপের ডিরেক্টর অ্যান্ড করপোরেট ইভিপি/সাউথ এশিয়ার রিজিওনাল সিইও ড. হানস বিজয়াসুরিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর থায়াপারান সাঙ্গারাপিল্লাই, ডিরেক্টর অ্যান্ড গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) আজিয়াটা গ্রুপ বিবেক সুদ, ভারতী এয়ারটেলের ডিরেক্টর অ্যান্ড গ্রুপ সিএফও নীলাঞ্জন রায় ও রবি বোর্ডের অ্যাডভাইজর মাহবুব জামিল উপস্থিত ছিলেন।  

সভায় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদের নেতৃত্বে অপারেটরটির ম্যানেজমেন্ট কাউন্সিল এয়ারটেলে সাথে একীভূতকরণের পর কোম্পানির অগ্রগতি তুলে ধরেন।

এসময় রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমি, চিফ টেকনোলজি অফিসার এ কেম এম মোর্শেদ, প্রজেক্ট ডিরেক্টর- ইন্টিগ্রেশন শিহাব আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভা শেষে পরিচালকরা বন্দর নগরীতে রবির অবস্থান পর্যালোচনার জন্য বাজার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেন।