শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৬ বছর উদযাপন

প্রধান কার্যালয়সহ সারা দেশের ১০৩টি শাখায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ষোড়শ বছর উদযাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 05:53 PM
Updated : 11 May 2017, 05:53 PM

বৃহস্পতিবার এসব আয়োজনের মধ্যে ছিল কোরআন খতম, দোয়া মাহফিল। সেই সঙ্গে কেকও কাটা হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ শেষে প্রধান কার্যালয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ ইউনুছ, খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১০৩টি শাখা, ১টি অফশোর ব্যাংকিং ইউনিট, ৩টি প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট এবং এটিএম বুথ স্থাপন করেছে।