‘পরিবেশবান্ধব' ইটভাটার জন্য ডিসিআইএলকে ৪০ কোটি টাকা ঋণ

‘পরিবেশবান্ধব' ইট উৎপাদন কারখানা স্থাপনে ধর্মপুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (ডিসিআইএল) ৪০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 07:03 PM
Updated : 9 May 2017, 10:05 PM

মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিআইএফএফএলের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম, বিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান ও ডিসিআইএলের ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফরমানুল ইসলাম বলেন, “পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে প্রায় ৭-৮ হাজার চিমনিনির্ভর ইটের ভাটা রয়েছে, যা দেশের সামগ্রিক দূষণের ৩০-৪০ শতাংশের জন্য দায়ী। এ অবস্থায় দেশে ‘সবুজ ইট’ প্রকল্পের বিকল্প নেই।”

ডিসিআইএল চিমনিনির্ভর ইটভাটার বদলে ‘টানেল ক্লিন’ নির্ভর ইটভাটা স্থাপনে কাজ করছে বলে অর্থ মন্ত্রণালয় অধীন অলাভজনক ঋণদাতা প্রতিষ্ঠান বিআইএফএফএল তাদের সহায়তা করতে আগ্রহী বলে জানান তিনি।

“আমরা সবুজ প্রকল্পে বিশ্বাসী। অনেক ভালো প্রকল্প লোনের অভাবে এগোতে পারে না। এ রকম পরিবেশবান্ধব ইটের কারখানা আরও ১০০টা প্রয়োজন।”

বিআইএফএফএল এরইমধ্যে নয়টি ‘টানেল ক্লিন’ নির্ভর ইটভাটা প্রকল্পে অর্থায়ন করেছে এবং আরও ২০টির অধিক প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান তিনি।

সাভারের আশুলিয়ায় প্রায় ছয় একর জমিতে স্থাপিত হতে যাওয়া ইট কারখানার কাজ প্রায় শেষের দিকে জানিয়ে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা বলেন, “উন্নত প্রযুক্তির এই কারখানার প্রধান কাঁচামাল ‘রিভার ক্লে’। আশা করি,  আগামী কয়েক মাসের মধ্যে একটি পরিবেশবান্ধব ইট তৈরির কারখানায় পরিণত হবে এটি।”

ঋণ সহায়তা দেওয়ার জন্য বিআইএফএফএল ও বিসিবিএলকে ধন্যবাদ জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাপরিচালক মনোজ কুমার বিশ্বাস, বিআইএফএফএলের চিফ অপারেটিং অফিসার সগির হোসেন খানসহ বাংলাদেশ ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, পরিবেশ অধিদপ্তর ও ডিসিআইএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।