জৈব বালাইনাশক নিয়ে পুরস্কার পেল ইস্পাহানি এগ্রো

পরিবেশ, কৃষক সমাজ ও শস্য রক্ষায় জৈব বালাইনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ক্লাইমেট অ্যাওয়ার্ড পেয়েছে ইস্পাহানি এগ্রো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 11:35 AM
Updated : 9 May 2017, 11:35 AM

এইচএসবিসি এবং দ্য ডেইলি স্টার থেকে যৌথভাবে দেওয়া পুরস্কারের পঞ্চম আসরে অন্য তিনটি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির সঙ্গে এ পুরস্কার পায় ইস্পাহানি এগ্রো।

মঙ্গলবার ইস্পাহানি এগ্রোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এক অনুষ্ঠানে ক্লাইমেট অ্যাওয়ার্ডের গ্রিন বিজনেস শাখায় সেরা পুরস্কার পাওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে ইস্পাহানি এগ্রোর মহাব্যবস্থাপক ফওজিয়া ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

২০০৯ সাল থেকে ইস্পাহানি এগ্রো লিমিটেডের যাত্রা শুরু হওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি সবজি, চা, আখ, ধান এবং তুলা ইত্যাদি ফসলে ফেরোমন ফাঁদ, জৈব ছত্রাকনাশক, জৈব বালাইনাশক, জৈব সার, উপকারী বন্ধু পোকা ও মাইক্রোবিয়ালসের মতো পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বাজারজাতের করে।