রে-লু-সে’র সঙ্গে দারাজ বাংলাদেশের চুক্তি

রে-লু-সে ব্র্যান্ডের পঞ্চাশের অধিক ফ্যাশন পণ্য বাজারে আনতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে দারাজ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 01:08 PM
Updated : 8 May 2017, 01:08 PM

সোমবার বনানীতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে দারাজ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদুল হক ও রে-লু-সে ব্র্যান্ডের মহাব্যবস্থাপক রফিকুল আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী রে-লু-সে ব্র্যান্ড থেকে ছেলেদের শার্ট, বেল্ট, কুর্তা এবং মেয়েদের টপ, কামিজ, শাড়ি ইত্যাদিসহ ৫০টিরও বেশি বাহারি ফ্যাশন পণ্য এখন থেকে দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দারাজ বাংলাদেশের হেড অফ ক্যাটাগরি সারজিল আহমেদ, জনসংযোগ ও কমিউনিকেশনস ম্যানেজার সায়ন্তনী ত্বিষা ও সেলার অ্যাকুইজিশন এক্সিকিউটিভ রাশেদ মাহমুদ, রে-লু-সে ব্র্যান্ডের সেলস ও মার্কেটিং ম্যানেজার ফাল্গুনী বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ ডিজাইন এসএম ফারুকুজ্জামান ও সেলস ও মার্কেটিং অফিসার মিহির বিশ্বাস উপস্থিত ছিলেন।