অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিল শাহ্জালাল ব্যাংক

দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 12:49 PM
Updated : 30 April 2017, 12:49 PM

শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৬ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মনোনীত ৫০০ জনকে মোট দুই কোটি ৪৬ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরতরা এক মাসের বৃত্তিসহ বই ও পোশাক কেনার জন্য জনপ্রতি সাত হাজার টাকা, স্নাতক পর্যায়ে অধ্যয়নরতরা জনপ্রতি সাড়ে সাত হাজার টাকা বৃত্তি পেয়েছেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।