খাদ্য নিরাপত্তায় করণীয় নিয়ে ‘ফুডকন বাংলাদেশ’ সেমিনার

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় নিয়ে খাদ্য খাতের প্রতিনিধি ও গবেষকদের অংশগ্রহণে রাজধানীতে ‘ফুডকন বাংলাদেশ ২০১৭’ শিরোনামে সেমিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 12:16 PM
Updated : 27 April 2017, 12:16 PM

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘টাইম টু অ্যাক্ট: সেইফ ফুড ইন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ সেমিনারের আয়োজন করে সেমস গ্লোবাল ও বিসেফ ফাউন্ডেশন।

সেমিনারে অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, খাদ্য নিরাপত্তার স্বার্থে করণীয় বিষয় নিয়ে আয়োজিত এই সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডা. শাহ মুনির হোসেন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিসেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের সাবেক প্রতিনিধি ডা. জয়নুল আবেদীন।

সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডা. শাহ মুনির হোসেন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান মাহফুজুল হক, চট্টগ্রাম ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডা. নিতিশ দেবনাথ ও বাংলাদেশ এগ্রিকালচার রিসার্স কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ডা. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।