ভারতের স্বাস্থ্য আয়ের শীর্ষ বিদেশি উৎস বাংলাদেশ

বিদেশি রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে ভারত যা আয় করে, তার বেশিরভাগটাই বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের কাছ থেকে পাওয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 08:40 AM
Updated : 27 April 2017, 01:42 PM

প্রতিবেশী দেশটি ২০১৫-২০১৬ অর্থবছরে বিদেশিদের চিকিৎসা সেবা দিয়ে ৬২ কোটি ৩ লাখ ১৫ হাজার ডলার আয় করেছে, যার অর্ধেকের বেশি বাংলাদেশি রোগীরা দিয়েছে বলে সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে দেশটি বাংলাদেশি রোগীদের কাছ থেকে ৩৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।

ওই সময়ে ভারতের হাসপাতালগুলোতে চার লাখ ৬০ হাজার বিদেশি রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে এক লাখ ৬৫ হাজার বাংলাদেশি। অর্থাৎ ওই সময়ে চিকিৎসা নেওয়া বিদেশিদের প্রতি তিন জনের মধ্যে একজন ছিলেন বাংলাদেশি।

গত অর্থবছরে ৫৮ হাজারের বেশি বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিয়েছিল। এর অর্থ দাঁড়াচ্ছে মেডিকেল ছাড়া অন্য ভিসায় ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন অনেকে।

চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যে, রোগ নির্ণয়ের ক্ষেত্রেও মেডিকেল ভিসার সুযোগ দিয়েছে দেশটি।

গত অর্থবছরে ভারতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক পাঠানো দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশিরা যেখানে ৩৪ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যয় ১১ কোটি ১০ লাখ ডলার।

বাংলাদেশ থেকে ভারতগমণের এই প্রবণতা বাড়ার কারণে দুই দেশের মধ্যে সড়ক পথে যাতায়াতের জন্য রুট বাড়ানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঢাকা-কলকাতা বাস ও খুলনা-কলকাতা ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। সে সময় বাংলাদেশের অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোগ নির্ণয়ের জন্যও মেডিকেল ভিসা দেওয়ার ঘোষণা দেন।

উচ্চ চিকিৎসা ব্যয় বা মানসম্পন্ন সেবা না থাকা দেশগুলো থেকেই চিকিৎসার জন্য মানুষ ভারতে যান। সেক্ষেত্রে বাংলাদেশের পরই রয়েছে আফগানিস্তানের অবস্থান; দেশটি থেকে গত অর্থবছরে ভারতের মেডিকেল ভিসা নিয়েছেন ২৯ হাজার ৪০০ জন।

এরপর রয়েছে ইরাক ও নাইজেরিয়া; দুটি দেশ থেকে মেডিকেল ভিসা নিয়েছেন যথাক্রমে ৯ হাজর ১৩৯ ও ৫ হাজার ৯৯৪ জন।

আর পাকিস্তানিদের মধ্যে মেডিকেল ভিসা পেয়েছেন ১ হাজার ৯২১ জন, যা ভারতে বিদেশি রোগীর মাত্র ১ দশমিক ৩৫ শতাংশ। তবে গড় ব্যয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান; রোগী প্রতি দুই হাজার ৯০৬ ডলার।

অর্থোপেডিকস, কার্ডিওলজি ও নিউরোলজির নানা সমস্যায় চিকিৎসা নিতে সাধারণত রোগীরা ভারতে যান।