প্রবাসী সেবা বাড়াতে এলএমএফএসের সঙ্গে ইউসিবির চুক্তি 

প্রবাসীদের দেওয়া সেবার মান বাড়াতে যুক্তরাজ্যভিত্তিক লাইকামানি ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (এলএমএফএস) সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 02:13 PM
Updated : 24 April 2017, 02:13 PM

এ চুক্তির মাধ্যমে ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রবাসীসহ সব গ্রাহককে ‘সর্বোত্তম সেবা’ দেওয়া সম্ভব হবে বলে ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীতে ইউসিবির গুলশান করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুহাইমেন এবং এলএমএফএসের পরিচালক ভিরা মুথুসামি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মির্জা আহমুদ রফিকুর রহমান, তারিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সোহরাব মুস্তাফা, আরিফ কাদরি এবং এলএমএফএসের লিগাল কনসাল জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।