রপ্তানির মাধ্যমে ওয়ালটনের কম্প্রেসার কারখানার যাত্রা শুরু

জার্মানভিত্তিক কম্প্রেসার উৎপাদনকারি প্রতিষ্ঠান ‘সিকপ জিএমবিএইচ’ এ যন্ত্রাংশ রপ্তানির মাধ্যমে যাত্রা শুরু করলো নবনির্মিত ওয়ালটন কম্প্রেসার কারখানা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 12:14 PM
Updated : 16 April 2017, 12:14 PM

গত ৬ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কারখানা উদ্বোধন করেন।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে সিকপ চার লাখ কাস্টিং পার্টস নিচ্ছে ওয়ালটন থেকে; যার শিপমেন্ট হবে চলতি মাসেই।

সিকপে বার্ষিক এক মিলিয়ন কাস্টিং পার্টস রপ্তানির চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন করেছে ওয়ালটন। যন্ত্রাংশের পাশাপাশি সম্পূর্ণ তৈরি কম্প্রেসার রপ্তানির প্রক্রিয়াও চলছে।

সিকপের পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াভিত্তিক খ্যাতনামা কম্প্রেসার উৎপাদনকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও বার্ষিক দুই মিলিয়ন যন্ত্রাংশ রপ্তানি আদেশ পেতে যাচ্ছে ওয়ালটন।