পণ্য-সেবার প্রসারে এনার্জি প্লাসের সঙ্গে ইউসিবির চুক্তি

পণ্য ও সেবার প্রসার বাড়াতে ‘এনার্জি প্লাস ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের’ সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 04:35 PM
Updated : 12 April 2017, 04:35 PM

বুধবার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও এনার্জি প্লাস ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ জোবায়ের সোমবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পরস্পরের পণ্য ও সেবার প্রসারে কাজ করবে এবং সুদ মুক্ত অর্থায়নের মাধ্যমে পরিবেশ বান্ধব ও এনার্জি সাশ্রয়ী পণ্যের বিকাশ ঘটানো হবে।

অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, র্মীজা মাহমুদ রফিকুর রহমান, আব্দুল মুহাইমেন, তারিকুল আজম, মোহাম্মদ শওকত জামিলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।