‘আলপনায় বাংলাদেশ’ প্রতিযোগিতায় স্মার্টফোন

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ‘আলপনায় বাংলাদেশ’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 03:18 PM
Updated : 12 April 2017, 03:18 PM

বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিযোগিতাটি ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রতিযোগিতায় অংশ নিতে ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ’ আয়োজনের ছবি আপলোড করতে হবে, যেটি ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

 #AlponayBangladesh লিখে ছবিটি অবশ্যই তাদের নিজস্ব ইন্সটাগ্রাম প্রোফাইলে আপলোড করতে হবে। সর্বোচ্চ লাইক পাওয়া প্রতিযোগীরা স্মার্টফোন জিতে নেবার সুযোগ পাবেন।

ইন্সটাগ্রামে ‘ডিজিটাল বাংলালিংক’ ফলো করতে https://www.instagram.com/banglalink.digital/ লিঙ্কে ক্লিক করতে বলেছে অপারেটরটি।

বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক ইএক্সপি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ’ ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিব বাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল সার্কেলে আয়োজিত হতে যাচ্ছে।

আয়োজনটি ১৩ এপ্রিল রাত ১১টা থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলবে।