উত্তরায় হচ্ছে নতুন হোটেল ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’

লেকশোর হোটেলস লিমিটেড ও থাইল্যান্ডের ডুসিট ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে ঢাকার উত্তরায় একটি নতুন হোটেল নির্মিত হবে। ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’ নামের হোটেলটি ২০১৮ সালের শেষে চালু হতে পারে আয়োজকরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 11:01 AM
Updated : 12 April 2017, 11:01 AM

বুধবার রাজধানীর গুলশান লেকশোর হোটেলে হোটেলটি নির্মাণে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেকশোর হোটেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস বলেন, “প্রায় দেড়শ কোটি টাকা বিনিয়োগের প্রকল্পের কাজ এ বছরের শেষে উত্তরায় শুরু হতে যাচ্ছে, ২০১৮ সালের শেষে হোটেলটি চালু করা সম্ভব হবে বলে আশা করছি।

“১৩ তলা বিশিষ্ট এ হোটেলে অতিথিদের জন্য ৮০টি ডিলাক্স রুম, ১০টি বিলাসবহুল সুইটস ছাড়াও থাকছে অল ডে ডায়নিং রেস্টুরেন্ট, গ্র্যাব অ্যান্ড গো আউটলেট, মিটিং রুম, রুফটপ ইনফিনিটি সুইমিং পুল, স্পা, জিমসহ অন্যান্য সুবিধা।”

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ মিনিটের দূরত্বে নির্মাণ হতে যাওয়া হোটেলটি  বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

থাইল্যান্ডের হোটেল ও প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ডুসিট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই বলেন, “ডুসিট প্রিন্সেস ঢাকার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে আমরা আমাদের নতুন ফ্রাঞ্চাইজ তুলে ধরার সুযোগ পেয়েছি।”

এই হোটেল দুই প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক উন্নয়নে করে ভবিষ্যৎ বাণিজ্যের পথ আরও সুগম করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে লেকশোর হোটেল লিমিটেডের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক রহমান, ডুসিট ইন্টারন্যাশনালের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আনতে বারিক ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।