টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অর্থায়নে ওপর জোর দেওয়ার তাগিদ

টেকসই উন্নয়নের জন্য সরকার, বাংলাদেশ ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠানসহ সব পক্ষকে এক যোগে পরিবেশবান্ধব অর্থায়নের ওপর জোর দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 12:32 PM
Updated : 8 April 2017, 12:32 PM

শনিবার ‘টেকসই জ্বালানি উন্নয়নের জন্য গ্রিন ব্যাংকিং’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে এমন মতামত উঠে আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ওই কর্মশালার শুরু হয়েছে।

এতে জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে ‘বড় সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে এর প্রভাব মোকাবেলায় টেকসই জ্বালানির ওপর জোর দেওয়া এবং এক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারকে এক যোগে কাজ করার পরামর্শ দেন কর্মশালার প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন।

বিআইবিএম, স্রেডা এবং জিআইজেড যৌথভাবে আয়োজিত এ কর্মশালায় জিআইজেডের কর্মসূচি সমন্বয়ক আল মোদাব্বির বিন আনাম, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক শাহ মো. আহসান হাবীবসহ ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রিন ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।