টোটালের ‘কোয়ার্টজ ৩৫০০ সুপার’ এনেছে টিএসআই

ফ্রান্সভিত্তিক ইঞ্জিন অয়েল ব্র্যান্ড টোটাল লুব্রিকেন্টের 'টোটাল কোয়ার্টজ ৩৫০০ সুপার' বাজারে এনেছে ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল (টিএসআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 10:13 AM
Updated : 27 March 2017, 10:13 AM

শনিবার রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে এই নতুন ইঞ্জিন অয়েলের উদ্বোধন করেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরও মজবুত করতে সব ধরনের পদক্ষেপ নেবে তার দেশ।

২০১৬ সালে দুই দেশের মধ্যে ২.৪ বিলিয়ন ইউরো বাণিজ্য হয়েছে বলে তিনি তিনি জানান, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

টিএসআই-এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক বলেন, “টোটাল কোয়ার্টজ ৩৫০০ সুপার জ্বালানি সাশ্রয়ী, পাশাপাশি এটি ইঞ্জিনের ক্ষয়রোধ করে দীর্ঘস্থায়ী করে তোলে।”

এছাড়া এই তেল পিস্টন ও সিলিন্ডারের মধ্যকার ব্যবধান বন্ধ করে অপটিমাইজেশনের মাধ্যমে ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়ায় বলেও জানান তিনি।

গত ১৫ বছর ধরে টোটাল লুব্রিকেন্টের বাংলাদেশের পরিবেশক টিএসআই এবং পদ্মা অয়েল কোম্পানি।

পেট্রোল, ডিজেল, সিএনজি ও এলপিজি ইঞ্জিনের জন্যে এই ইঞ্জিন ওয়েলটি বেশি উপযোগী বলে জানান মাহমুদুল হক।

অনুষ্ঠানে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, টোটাল অয়েলের পিটিই লিমিটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পাই কক ছাড়াও টিএসআই-এর ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।