কোলোরেকটাল ক্যান্সার দিবস পালন করল রবি

কর্মীদের কোলোরেকটাল ক্যান্সারের লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে সচেতন করতে অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 11:37 AM
Updated : 22 March 2017, 11:37 AM

বুধবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাজধানীতে রবি কর্পোরেট অফিসে বিশ্ব কোলোরেকটাল ক্যান্সার দিবস উপলক্ষে একটি ‘সেশন’ আয়োজন করা হয়।

রবির কর্মীরা যেন মূল্য ছাড়ের সুযোগসহ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন এজন্য অ্যাপোলো হাসপাতালের সঙ্গে একটি চুক্তিও সই হয়েছে।

রবির ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন ও অ্যাপোলো হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এনায়েত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

রবির ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি উদ্বোধন করেন।