চট্টগ্রাম-কলকাতা রুটে ইউএস বাংলার ফ্লাইট

চট্টগ্রাম-কলকাতা রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 05:12 PM
Updated : 21 March 2017, 05:12 PM

আগামী ১৩ এপ্রিল থেকে এই ফ্লাইট চালু হবে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বৃহস্পতি ও রোববার-সপ্তাহে দুই দিন চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে যাতায়াত করবে ইউএস বাংলার ফ্লাইট।

সংস্থার মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর বিভাগের ডিজিএম মো. কামরুল ইসলাম জানান, এই রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট চলবে, যার আসনসংখ্যা ১৬৪টি। ৮টি বিজনেস ক্লাস এবং ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে এই উড়োজাহাজে।

কামরুল বলেন, ট্যাক্স ও সারচার্জসহ চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ান ওয়ের টিকেট ৬ হাজার ৩৯৯ টাকা এবং যাওয়া-আসার ভাড়া ১২ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট চলছে। পাশাপাশি কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কট, কলকাতা ও কাঠমাণ্ডু রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।