এসবিকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সাথে এমপ্লয়ি ব্যাংকিং সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 12:29 PM
Updated : 19 March 2017, 12:29 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম এমপ্লয়ি ব্যাংকিং সেবা বিষয়ক চুক্তি।

এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যদের স্যালারি অ্যাকাউন্ট খুলবে এবং তাদের বেতন-ভাতা প্রদান, সব ধরনের রিটেইল লোন, ক্রেডিট কার্ড ও এটিএম সুবিধাসহ বিভিন্ন ধরনের সেবা দেবে।

স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটওয়ারী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন চুক্তিপত্র হস্তান্তর করেন।

ঢাকার মালিবাগে স্পেশাল ব্র্যাঞ্চের সদর দপ্তরে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ, রিটেইল আন্ডাররাইটিংয়ের প্রধান এস এম মইনুল হোসেন।