পহেলা বৈশাখে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে ‘মুক্ত আলোচনা’

বাংলা বর্ষবরণের আয়োজনে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে রাজধানীতে ‘মুক্ত আলোচনার’ অনুষ্ঠান করেছে ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 05:10 PM
Updated : 18 March 2017, 05:10 PM

অনুষ্ঠানে দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, ফ্যাশন হাউজ, মেকওভার সেলুন ও জুয়েলারি হাউজগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে সামনের পহেলা বৈশাখ উপলক্ষে তাদের নানাবিধ আয়োজন ও বিশেষভাবে তৈরি পণ্য উপস্থাপন ও বর্ণনা করেন।

শনিবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘পহেলা বৈশাখ আয়োজন’ শিরোনামে এ আলোচনা অনুষ্ঠান হয়।

শুরুতেই মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল হক বলেন, “বাংলাদেশে নববর্ষ উদযাপনের বর্ণিল অনুষ্ঠানগুলোর প্রতি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবার নানা আয়োজন করছি। এবারও যোগ হবে নতুন মাত্রা।”

ব্র্যাকের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডাল্টন জহির জানান, এবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে হবে তাদের পহেলা বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। দিনভর বৈশাখী মেলায় শুরুতে থাকছে মঙ্গল শোভাযাত্রা। থাকছে পান্তা-বুড়ি, বাউল গান, নগরদোলা, মিনি সার্কাস, জাদু প্রদর্শনী, সাপ খেলার আয়োজন।

বিকালের আসরে ব্যান্ড তারকা মাকসুদ আর ক্লোজআপ ওয়ান খ্যাত সালমা পারফর্ম করবেন। থাকবে রবীন্দ্রসংগীত ও নজরুল সংগীতের আসর। দিনভর থাকছে বাউল গানের আসর। এছাড়া ব্র্যাক সিডিএমে স্পেশাল গেস্ট প্যাকেজও থাকবে।

লো মেরিডিয়ান, হোটেল ওয়েস্টিন, হোটেল সেরিনা, হোটেল রিজেন্সি, খুশ্ বু রেস্টুরেন্ট, ফখরুদ্দিনে থাকছে বাঙালি খাবারের দারুণ সব পসরা। হোটেলগুলোতে দিনভর সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ব্যুফে মেন্যুতে যোগ হবে স্পেশাল অফার।

হোটেল ও রেস্টুরেন্টগুলোর প্রতিনিধিরা জানান, বিদেশি অতিথিদের বাঙালি সংস্কৃতির সঙ্গে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে থাকছে বাঙালি খাবারের বাহারি সব আয়োজন। হোটেল, রেস্টুরেন্টগুলোকে সাজানো হবে বৈশাখী সাজে। ক্ষুদ্র পরিসরে থাকবে বৈশাখী মেলার আয়োজন।

পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ পোশাক। দেশীয় ফ্যাশন হাউজগুলোর প্রতিনিধি হিসেবে মুক্ত আলোচনায় যোগ দেন অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন খান।

তিনি বলেন, “এবারের আয়োজনে পোশাকে লাল সাদাকে প্রাধান্য দিচ্ছি, পাশাপাশি থাকছে অন্য রংও। জামদানি শাড়িতে সাপলুডু আর সন্দেশের ট্র্যাডিশনকেও আমরা এবার সামনে নিয়ে এসেছি।”

অলঙ্কারের পাশাপাশি অন্যান্য ফ্যাশন অনুষঙ্গগুলোতে থাকছে বৈশাখী ছোঁয়া। উইমেনস ওয়ার্ল্ড, রেড- এর মতো বিউটি সেলুনগুলোতে থাকবে বিশেষ আয়োজন। বাঙালি নারীকে বৈশাখী সাজে সাজাতে তারা পহেলা বৈশাখে ভোর থেকেই খোলা থাকবে তাদের দুয়ার।

অনুষ্ঠানে পর্যটন ব্যবসায়ীদের পক্ষে জার্নি প্লাসের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক রহমান বলেন, “জঙ্গিবাদের বিপরীতে বিদেশিদের কাছে পজিটিভ ইমেজ দিতে এবার বদ্ধপরিকর আমরা।

“হোটেল, রেস্টুরেন্ট আর ফ্যাশন হাউজগুলো যদি আমাদের সাথে আরও বেশি সহযোগিতা করবে, আমাদের কাজটি বেশ সহজ হয়। ব্যবসাও হল, আমাদের ইমেজটাকেও তুলে ধরা হল।”