অবৈধ ভিওআইপি: চট্টগ্রামে ৬ হাজারের বেশি সিম জব্দ

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামের সঙ্গে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ছয় হাজার ৬৪টি সিমসহ তিনজনকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 04:05 PM
Updated : 15 March 2017, 04:05 PM

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং র‌্যাব মঙ্গলবার রাতে পাঁচলাইশের তাহেরবাদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে বলে বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে উদ্ধার করা অবৈধ ভিওআইপি সরঞ্জামের মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলা হলেও আটক কারও নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযানে জব্দ করা সিমের মধ্যে রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটকের দুই হাজার ৯৯৮টি, গ্রামীণফোনের এক হাজার ৪১৪টি, রবির ৭৮২টি, এয়ারটেলের ৫৭০টি এবং বাংলালিংকের ৩২০টি সিম রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর অধীনে মামলা করা হয়েছে বলেও জানায় বিটিআরসি।