সহযোগিতা বাড়াতে সিলভান টেকনোলজিস ও আরামিটের চুক্তি

উৎপাদন ও বিপণনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চুক্তি করেছে আরামিট লিমিটেড ও সিলভান টেকনোলজিস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 11:42 AM
Updated : 15 March 2017, 11:42 AM

রোববার ঢাকায় প্রাণ-আরএফএলের প্রধান কার্যালয়ে প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান সিলভান টেকনোলজিস ও আরামিটের এই চুক্তি হয়।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলভানের প্রধান পরিচালন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খান ও আরামিটের ডেপুটি জেনারেল ম্যানেজার মনজুর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সিমেন্টের তৈরি ঢেউশিট উৎপাদনে যুক্ত আরামিট। অন্যদিকে সিলভান ট্রান্সফরমার ও প্রি- ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বাজারজাত করছে।

মোস্তাফিজুর রহমান জানান, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির ঢেউশিট দেশ ও বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস। অন্যদিকে সিলভান টেকনোলজিসের স্টিল বিল্ডিং ও সরঞ্জাম ব্যবহার করবে আরামিট লিমিটডে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলভান টেকনোলজিসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মামুন অর রশীদ ও শাহাদাত হাসান, বিপণন বিভাগের প্রধান প্রণব কুমার, আরামিট লিমিটেডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও ডেপুটি ম্যানেজার (বিক্রয় ও বিপণন) রিপন কুমার রায়সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।