নারী দিবসে ব্র্যাক ব্যাংকে মেলা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের নারী ফোরাম ‘তারা’ একটি মেলার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 03:48 PM
Updated : 13 March 2017, 03:48 PM

গত ৮ মার্চ নারী দিবসে ঢাকার তেজগাঁও সংলগ্ন প্রধান কার্যালয়ে এই মেলা অনুষ্ঠিত হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের নারী কর্মকর্তারা মেলায় বুটিক সামগ্রী, পোশাক তৈরির সরঞ্জাম, বাড়িতে তৈরি খাবার, হস্তশিল্প সামগ্রীসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন।

‘তারা’র সদস্যরা ছাড়াও স্কয়ার টয়লেট্রিজ, তাহুর, স্কয়ার প্লাস্টিক এবং প্রেসক্রিপশন পয়েন্ট তাদের পণ্য এবং সেবা সামগ্রী নিয়ে এই মেলায় অংশ নেয়।

১২০০ জনের বেশি সদস্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ দেশের বেসরকারি খাতের নারী ব্যাংকারদের সর্ববৃহৎ নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে। এই প্ল্যাটফর্মটি ব্যাংকের নারী কর্মীদের মধ্যে নেটওয়ার্কিং, কর্মজীবনের উন্নয়ন এবং পেশাদারী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।