জাইকার সঙ্গে আইপিডিসির চুক্তি

কারখানা ভবন নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে একটি চুক্তি হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 12:11 PM
Updated : 13 March 2017, 12:11 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ভবন নিরাপত্তা নিশ্চিত করতে আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের মাধ্যমে জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) সাথে চুক্তি স্বাক্ষর করেছে।”

এই প্রকল্পের সহায়তায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড স্বল্প মেয়াদ থেকে দীর্ঘ মেয়াদের জন্য তৈরি পোশাক খাতের ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা।