ক্ষুদ্র সেবাদানকারীদের ঋণ পেতে সহায়তা দেবে বেটারলাইফ

ক্ষুদ্র সেবাদানকারীদের বিনা জামানতে ঋণ পাওয়ার ব্যবস্থা করবে বেটার লাইফ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট (বিএলইড)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 03:09 PM
Updated : 12 March 2017, 03:09 PM

পরামর্শক প্রতিষ্ঠান ইয়ং কনসালটেন্ট রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

ইয়ং কনসালটেন্টের সিইও এম জাকির হোসেন বলেন, “বাংলাদেশের ক্ষুদ্র সেবাদানকারীদের উন্নতি বেশি হয়নি, তারা বেশিরভাগ ব্যাংকিং সিস্টেমের বাইরে রয়েছে। আমরা তাদের জীবনকে উন্নত করতে চাই, তারা যেন ঋণ পায় এবং সেটা যেন জামানতবিহীন হয়, আমরা সে ব্যবস্থা করব।”  

বেটার লাইফ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট (বিএলইড) প্রকল্পটির উদ্যোক্তা ইয়ং কনসালটেন্টের অর্থায়নে আছে ইউকেএইড ।

জাকির হোসেন বলেন, “আমরা ক্ষুদ্র সেবাদানকারীদের জীবনমানের উন্নয়ন করতে চাই, পাশাপাশি আমরা এই নগরীতে এ ধরনের ক্ষুদ্র সেবার মান বাড়াতে চাই।

“আমাদের ওয়েবসাইটে গেলে (www.betterlifebd.org) সেবগ্রহিতারা এই ইলেকট্রক মিস্ত্রি, মুচি, গ্যাস মিস্ত্রি, কাঠ মিস্ত্রি এ ধরনের আরও ক্ষুদ্র সেবাদানকারীদের খুজে পাবেন,” যোগ করেন তিনি ।