শাহজালালে ইউএস-বাংলার ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ সুবিধা চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 06:24 PM
Updated : 11 March 2017, 06:24 PM

শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইউএস-বাংলার কাছে সব যাত্রীই খুবই গুরুত্বপূর্ণ। যাদের উপার্জনে দেশের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এভিয়েশন ব্যবসা স্থিরতা পাচ্ছে, এবার তাদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস প্রবাসী সহায়তা ডেক্স সুবিধা চালু করেছে।

এই প্রবাসী সহায়তা ডেক্স থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিদেশগামী শ্রমজীবী যাত্রীরা ওয়ান স্টপ সার্ভিস সুবিধা পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ডেস্ক থেকে কম্পিউটারাইজড ডিপারচার কার্ডসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে জানিয়ে এতে বলা হয়, বিদেশের বিমানবন্দরগুলোতেও এয়ারলাইনসটির একইরকম সেবা চালুর পরিকল্পনা রয়েছে।