পাটপণ্য মেলা আরও দুইদিন বাড়ল

ক্রেতা-দর্শকদের আগ্রহের কারণে ঢাকায় বহুমুখী পাটপণ্য মেলার সময় তৃতীয় ধাপে আরও দুই দিন বাড়িয়েছে আয়োজকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 02:47 PM
Updated : 11 March 2017, 02:57 PM

শনিবার মেলার শেষ দিনে ইকোনমিকস রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, পাট মেলার মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে।

“আজ এই মেলা শেষ হওয়ার কথা ছিল। ক্রেতা দর্শনার্থীদের বিপুল আগ্রহ উৎসাহের কারণে সময় বাড়ানো হয়েছে।”

প্রথমবারের মতো উদযাপিত জাতীয় পাট দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার দুই দিনের বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয় ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে।

উদ্বোধনের দিনই এই মেলা প্রয়োজনে আরও একদিন বাড়িয়ে শনিবার পর্যন্ত চালু রাখার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে শেষ দিন এসে ক্রেতা-দর্শনার্থীদের অব্যাহত চাপ বিবেচনায় নিয়ে দৃষ্টিনন্দন এই মেলার সময় আরও দুই দিন বাড়াল কর্তৃপক্ষ।

এবারের মেলায় ৬১টি স্টলে ৯৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে এসেছে।

মেলায় অংশ নেওয়া পাটপণ্যভিত্তিক ফ্যাশন হাউজ জারমার্টজের সিইও ইসমাত জেরিন খান জানান, মেলায় দর্শনার্থীদের অভাবনীয় সাড়া দেখে তারা অভিভূত।

“শনিবার বিকালে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পড়ে যায়। মেলায় নিয়ে আসা আমাদের পণ্যগুলোও প্রায় শেষ হয়ে যায়। অনেক ক্রেতার চাহিদা মতো পণ্যও দেওয়া যায়নি।”

দেশীয় চাহিদা বিবেচনায় এনে পাটপণ্যের রপ্তানিভিত্তিক প্রতিষ্ঠান জারমার্টজ ঢাকায় একটি শোরুম চালু করবে বলে জানান এই তরুণ উদ্যোক্তা।