ওয়ালটন কারখানায় এইচ টি ইমাম

অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 04:20 PM
Updated : 9 March 2017, 04:20 PM

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করে তিনি বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এইচ টি ইমাম বলেন, “ওয়ালটন কারখানায় এসে আমার মনে হচ্ছে, বাংলাদেশে গর্ব করার মতো একটা কিছু ঘটেছে। ওয়ালটনে এসে বাংলাদেশে উচ্চমানের বিভিন্ন প্রকারের প্রযুক্তি পণ্য উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ দেখে আমি অভিভূত।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কারখানায় পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপণা পরিচালক এস এম আশরাফুল আলম।

পরে অতিথিকে ওয়ালটনের কার্যক্রম ভিত্তিক ডকুমেন্টারি দেখার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রডাক্ট ডিসপ্লে সেন্টারসহ কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখান তিনি।

এ সময় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, এস এম শাহাদাত আলম ও অন্যান্য কর্মকর্তারা।