প্রগতি ইনস্যুরেন্সের সঙ্গে এডিসন হেলথের চুক্তি

গ্রাহকের স্বাস্থ্য সেবার পরিসর আরও বাড়াতে প্রগতি ইনস্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে এডিসন হেলথ কেয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 12:28 PM
Updated : 27 Feb 2017, 12:28 PM

চুক্তি অনুযায়ী এডিসন হেলথ কেয়ারের গ্রাহকরা প্রগতি ইনস্যুরেন্সে স্বাস্থ্য বিমা করতে পারবেন। বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার টাকার স্বাস্থ্য সেবা পাবেন তারা।

এডিসন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিসন হেলথ কেয়ারের চেয়ারম্যান ড. এম হারুনুর রশীদ ও প্রগতি ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি করেন।

এডিসন হেলথের হেড অব প্রোডাক্ট তানভীর ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের বেশ কিছু পোশাক কারখানা ও ব্যাংকের কর্মীদের স্বাস্থ্য ডেটা সংরক্ষণ করছে এডিসন হেলথ।

তাদের এসব গ্রাহক এখন থেকে প্রগতি ইনস্যুরেন্সে স্বাস্থ্য বিমা করতে সুবিধা পাবেন। ফলে তারা বার্ষিক ২০ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা নিতে পারবে।

গুগল প্লে স্টোরে ‘টেলিডাক্তার’ নামে একটি মোবাইল অ্যাপ রয়েছে এডিসন হেলথের। এর মাধ্যমে তারা গ্রাহকের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ ও পরামর্শ দিয়ে থাকে।