ফেইসবুকেও কোটির ঘরে গ্রামীণফোন

মোবাইল ফোন সেবার ২০ বছরের দীর্ঘ যাত্রায় সামাজিক মাধ্যমে আরও একটি মাইলফলক স্পর্শ করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 12:50 PM
Updated : 26 Feb 2017, 12:50 PM

সাড়ে পাঁচ কোটি গ্রাহকের এই অপারেটরের ফেইসবুক পেইজে ‘ফলোয়ার’ সংখ্যাট এক কোটি ছাড়িয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেইসবুকে মতামত দিয়ে গ্রামীণফোনকে ‘আরও সমৃদ্ধ করায়’ গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে কোম্পানির প্রধান বিপনন কর্মককর্তা ইয়াসির আজমান বলেন, “ফেইসবুকে এক কোটি মানুষের ভালোবাসা এটিই প্রমাণ করে যে, দেশব্যাপী সবার হাতে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন।”

তিনি বলেন, গত কয়েক বছরে গ্রাহকদের সঙ্গে সহজে যুক্ত থাকার কার্যকর একটি মাধ্যমে পরিণত হয়েছে ফেইসবুক।

“ফেইসবুকে বিভিন্ন ধরনের ম্যাসেজ ও হালনাগাদ তথ্যে র জন্যথ সমস্যা সমাধানের জন্যত বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য  করে সন্মানিত গ্রাহকরা গ্রামীণফোনের সঙ্গে যুক্ত থাকেন।”

১৯৯৭ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করা গ্রামীণফোন বর্তমানে দেশের এক তৃতীয়াংশের বেশি মোবাইল গ্রহককে সেবা দিচ্ছে।

২০০৭ সালে গ্রামীণফোন ফেইসবুকে আসার পর ২০১৫ সাল পর্যন্ত প্রতি ৩৩ জন গ্রাহকের একজন ছিল ওই পেইজের ফলোয়ার। আর এখন প্রতি ১৬ জন গ্রাহকের মধ্যে একজন গ্রামীণফোণের ফেইজবুক পেইজ অনুসরণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।