দাশিয়ার ছড়ায় নলকূপ বসিয়েছে ব্র্যাক ব্যাংক

সাবেক ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ীর দাশিয়ার ছড়ায় পাঁচটি নলকূপ স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 12:03 PM
Updated : 22 Jan 2017, 12:03 PM

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ছিটমহল এলাকার জনসাধারণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

নলকূপ স্থাপন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অফ রিটেইল আন্ডার রাইটিং এস এম মইনুল হোসেন, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের রিজিওনাল হেড মাকসুদ আহমেদ ও স্মল বিজনেসের রিজিওনাল হেড ইব্রাহীম বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাশিয়ার ছড়ার প্রান্তিক চাষিদের কৃষিঋণ দেওয়ারও উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকিং সুবিধা বঞ্চিত প্রান্তিক জনসাধারণের আর্থিক উন্নয়নের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।