রংপুর, গাইবান্ধায় দুগ্ধ শিতলীকরণ কেন্দ্র করছে প্রাণ

রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনে অক্সফাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করেছে প্রাণ ডেইরি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 11:44 AM
Updated : 22 Jan 2017, 11:44 AM

রোববার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অক্সফাম বাংলাদেশের ঢাকা কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ স্মারক সই হয়।

প্রাণ ডেইরি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান ও অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে রংপুর ও গাইবান্ধা জেলার চরাঞ্চলের দুই হাজার খামারি দৈনিক দুই থেকে তিন হাজার লিটার দুধ বাজারজাত করতে পারবেন।

এ সময় প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার রাজিব ইবনে ইসলাম, ডেইরি চিফ (এক্সটেনশন) রাকিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।