শিক্ষার্থীদের জন্য ওয়ালটনের নতুন মডেলের ল্যাপটপ

শিক্ষার্থীদের ক্রয় সক্ষমতার কথা বিবেচনা করে দুটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে এনেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 04:23 PM
Updated : 21 Jan 2017, 04:23 PM

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে ১৪ ইঞ্চি হাই-ডেফিনিশন ডিসপ্লের নতুন এ ল্যাপটপ দুটির  মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলার ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশে ওয়ালটন আউটলেটগুলোতে ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে।

ল্যাপটপের দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা ও ২৩ হাজার ৯৯০ টাকা। এছাড়া বাণিজ্য মেলায় ওয়ালটনের সব মডেলের ল্যাপটপের সঙ্গে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ও ব্যাকপ্যাক অথবা সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড় থাকছে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান বলেন, “ল্যাপটপ এখন বিলাসী পণ্য নয়; প্রযুক্তিভিত্তিক শিক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখেই শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ওয়ালটন।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, ওয়ালটনের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, এডিশনাল ডিরেক্টর মো. লিয়াকত আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।