নজরুল ইসলাম রাকাবের চেয়ারম্যান

সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 02:49 PM
Updated : 18 Jan 2017, 02:49 PM

আগামী তিন বছরের জন্য তাকে সরকারের বিশেষায়িত এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৬ এর ৯ (২) ধারা মোতাবেক নজরুল ইসলামকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে।

নজরুল ইসলাম ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি কুষ্টিয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক, কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চর নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭১ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।