বস্ত্রখাতের তথ্যভাণ্ডার তৈরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-বিজিএমইএর চুক্তি

বাংলাদেশের বস্ত্র খাতের তথ্য ভাণ্ডার তৈরি করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 05:09 PM
Updated : 15 Dec 2016, 05:09 PM

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সমঝোতার আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় বস্ত্র খাতের একটি পরিপূর্ণ তথ্য ভাণ্ডার বানাবে।

ওই তথ্যভাণ্ডারে সমস্ত বস্ত্র কারখানার নাম, ঠিকানা ও সেসব কারখানায় কতজন কাজ করে, কী ধরনের বস্ত্র তৈরি হয় সে সমস্ত তথ্য থাকবে। কারখানা কোথায় রপ্তানি করে এবং তাদের গ্রাহক কে সে সব বিষয়েও তথ্য থাকবে।

তথ্য ভাণ্ডার বস্ত্র খাত উন্নয়নের জন্য সাহায়ক হবে বলে আশা করছে বিজিএমইএ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট (সিইডি) এই ডিজিটাল ম্যাপিং প্রকল্পটি বাস্তবায়ন করবে।