বেক্সিমকো ফার্মার হৃদরোগের ওষুধ যাবে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশের অন্যতম বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় পণ্য রপ্তানির অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 04:20 PM
Updated : 24 Oct 2016, 04:20 PM

এবার মার্কিন ওষুধ প্রশাসন- ইউএসএফডিএ থেকে বেক্সিমকো ফার্মার হৃদরোগের সঙ্গে সম্পৃক্ত একটি ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বেক্সিমকো ফার্মার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সোটালোল হাইড্রোক্লোরাইড গ্রুপের নতুন পণ্যটি ‘কার্ডিওভাসকুলার ড্রাগ বেটাপেস এর জেনেরিক ভার্সন’।

এর আগে গত বছরের মাঝামাঝিতে হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিলল রপ্তানির অনুমোদন পায় বেক্সিমকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মা এখন বিভিন্ন মাত্রার (৮০ মি.গ্রা., ১২০ ও ১৬০ মি.গ্রা) সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে।

২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টেভা, কোয়ালিটেস্ট, অ্যাপোটেক্স এবং স্যানডোজ নামের চারটি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট চালু রয়েছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের দ্বিতীয় পণ্য অনুমোদন লাভ করা আমাদের জন্য বড় সুখবর। সোটালোল সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব পণ্য।

“আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কার্ভোডিলল রপ্তানি করে আসছি। এটা দ্বিতীয় পণ্য হিসেবে অনুমোদন পেল। আরও অনেক পণ্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যা বিশ্বের সর্ববৃহৎ বাজারে আমাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।”

বেক্সিমকো ফার্মা বাংলাদেশ এবং লন্ডনের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের একটি কোম্পানি।