লাইফবয়-এর সাথে ‘হাই ফাইভ’ করলেন সাকিব

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লাইফবয় সাবান আয়োজিত ‘করো হাই ফাইভ’ ক্যাম্পেইনে গত বছরের মতো এবারও শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 02:38 PM
Updated : 24 Oct 2016, 02:38 PM

লাইফবয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফবয়-এর সাথে রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান সাকিব।

লাইফবয় টিম-এর সাথে যুক্ত হয়ে শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন তিনি।

পরে সাকিব শিশুদেরকে সাথে নিয়ে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার শপথ নেন। শিশুদের সঙ্গে সেলফিও তোলেন এই ক্রিকেট অলরাউন্ডার।

‘করো হাই ফাইভ’ ক্যাম্পেইনের মাধ্যমে হাত ধোয়ায় শিশুদের উৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে লাইফবয়।

এর জন্য প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। তারপর সেই পরিষ্কার হাত দিয়ে কোনো এক বন্ধুর সাথে হাই ফাইভ করে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে lifebuoybangladesh@gmail.com ঠিকানায় অথবা ইনবক্স করতে হবে লাইফবয় বাংলাদেশ-এর ফেইসবুক পেইজে।

প্রতিটি ছবির জন্য লাইফবয়’র পক্ষ থেকে পাঁচটি শিশুকে শেখানো হবে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস।